ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় ফ্রি হোম ডেলিভারী সুবিধা নিয়ে ময়মনসিংহের চার তরুণের উদ্যোগে করোনাকালীন কঠোর লকডাউনের কারণে অনলাইন ফেইসবুক ভিত্তিক চালু হয়েছে কুরবানীর পশুর হাট । মহামারীর এই সময়ে ক্রেতা-বিক্রেতা উভয়কেই নিরাপদে রেখে“জীবনের ঝুঁকি কেন নিবেন? কুরবানীর গরু কিনুন ঘরে বসে অনলাইনে/ফেইসবুকে”এই স্লোগানে কুরবানীর পশু ক্রয়-বিক্রয় করতে চালু হওয়া এই অনলাইনে হাটে ভিড় করছেন ক্রেতারা।
ইতিমধ্যে ফেইসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে চলমান এ হাটে গরুর ছবি, লাইভ ওজন, দাম ও সরাসরি যোগাযোগের ফোন নম্বর দেয়া হচ্ছে । ফেইসবুকে “কুরবানীর গরু অনলাইনে কেনাবেচা” নামে খুজলেই পাওয়া যাচ্ছে অনলাইন পশুর হাটের গ্রুপ । পেজের লিংকঃ www.facebook.com/kurbani2021 উদ্যোক্তাদের সমন্বয়কারী প্রকৌশলী আনোয়ার কবীর রাহাত জানান, এখন পর্যন্ত ৫০ হাজার থেকে ২৫ লাখ টাকা দামের কুরবানীর গরু তাদের সংগ্রহে রয়েছে। তবে ক্রেতার চাহিদা অনুসারে যে কোন দামের ও সাইজের পশুই সরবারহ করার সক্ষমতা তাদের রয়েছে। সব গুলো গরুই সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। তাদের এ উদ্যোগে ক্রেতা বিক্রেতা উভয়ই উপকৃত হবে বলে তিনি মনে করেন । তিনি আরও জানান যে, তারা ঢাকা ও আশেপাশের জেলা গুলোতে ফ্রি হোম ডেলিভারির সুযোগ দিচ্ছেন, যা কিনা ক্রেতাদের পশু প্রাপ্তির পথকে আরও সহজলভ্য করছে । সরাসরি হাট থেকে কেনাকাটার ঝক্কিঝামেলা, ভোগান্তি ও করোনা মহামারীতে মানুষকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা ও শতভাগ সততার সাথে সাথে তারা দিচ্ছেন সুলভ মূল্যে পশু সরবারহের নিশ্চয়তা ।
পেজ ও গ্রুপ ঘুরে দেখা যায় যে, অনলাইনে বিক্রির এই হাটে নিশ্চিত করা হয়েছে কুরবানীর পশুর দাঁত ও রঙের বিষয়টি। বিভিন্ন আঙ্গিক থেকে তোলা উল্লেখযোগ্য সংখ্যক পশুর ছবি যুক্ত রয়েছে ফেইসবুক গ্রুপে, রয়েছে সরাসরি ভিডিও কলে পশুকে লাইভ দেখার সুযোগ । গ্রাহক পছন্দমতো ২/৪/৬ দাঁতের গরু কিনতে পারছেন । আরও রয়েছে বাহারী রঙের অনেক গরু। ঢাকা ও পার্শ্ববর্তী যে কোন স্থান থেকে কেনা যাবে এই হাটের পশু। পশু মূল্যের ১০ শতাংশ মূল্য অনলাইনে পরিশোধ করে ঈদের আগের দিন পর্যন্ত কুরবানীর পশু ঘরে বসেই বিনামূল্যে পাওয়ার এই সুবিধা মিলবে । এমনকি বিকাশ, নগদ বা সরাসরি ব্যাংকের মাধ্যমেও দেয়া যাবে কুরবানীর গরু অনলাইনে কেনাবেচা হাটের পশুর মূল্য ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে করোনা মহামারীর কারণে অনলাইনে যে কোন পণ্য বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মহামারীর কারণে মানুষজনের অনলাইনে কেনাকাটার প্রতি যে আগ্রহের জন্ম হয়েছে তাঁর সাথে যুক্ত হয়েছে এইবারে কুরবানির পশু কেনাকাটাও।