হ্যান্ডকাপ পরিয়ে টাকা আদায়, এসআই ক্লোজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনাবাজার এলাকায় পরিবহণ থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এসআই রাফি হাসানকে ক্লোজ করা হয়েছে।

রাফি হাসান জেলার কালাই থানায় কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। পরে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

স্থানীয় পরিষদের সদস্য আমিনুল ইসলাম আমু জানান, গত শনিবার সন্ধ্যায় কালাই থানার এসআই রাফি হিলি-চাঁনপাড়া সড়কের মাঝিনাবাজারে রাস্তা দিয়ে চলাচল করা বিভিন্ন পরিবহণে চাঁদা তুলছিলেন। এ সময় একটি সিএনজি আটকিয়ে এক যাত্রীকে হ্যান্ডকাপ লাগিয়ে টাকা আদায় করছিল। বিষয়টি পাঁচবিবি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যায়।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কর্মস্থল এলাকার বাহিরে কাউকে না জানিয়ে যাওয়া এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজ করা হয়েছে। পরে বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার।

Share this post

scroll to top