বাড়ির অঙিনায় গাঁজা চাষ, চারটি গাছসহ যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বসতবাড়ির অঙিনায় ফুল গাছের সাথে চাষ করা ৪টি গাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক এক আজিজুল ইসলাম শান্ত (৩০) উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের সবেদুল ইসলামের ছেলে।

শান্তর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার (১০ জুলাই) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। সান্তাহার ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামে বসতবাড়ির আঙিনায় বেশ কিছু ফুল গাছের সাথে গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিলো যুবক শান্ত। এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৯ জুলাই) রাত ৯ টার দিকে ওই বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, পরিত্যক্ত বাড়িটির আঙিনায় যুবক শান্ত গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিল। সেসব গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top