ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক চাঁদার দাবিতে করেনায় মৃত রেগীদের লাশ নিতে বাঁধা ও আ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় বিষয়ে বুধবার রাতে তিন সদস্য বিশিস্ট তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদকে। কমিটির অন্য দুই সদস্য হলেন গাইনি বিভাগের অধ্যাপক তাইয়্যেবা তানজীম মীর্জা এবং সহযোগী অধ্যাপক আবুল কালাম আজদ। কমিটিকে আগামী পাচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
অভিযোগ ওঠেছে, হাসপাতালে কোন রোগী মারা যাওয়ার পর লাশ বহনকারী আ্যম্বুল্যান্সের কাছ থেকেও চাঁদা আদায়ের। মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ১১টার দিকে চাঁদার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে করোনায় লাশবাহী অ্যাম্বুলেন্স সাত ঘণ্টা আটকে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফেরা স্বজনরা।
এবিষয়ে আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা বলেন, আসলে সোমবার আমাদের দুজন ইর্ন্টার্ন চিকৎসক ও শিক্ষাথীকে আ্যাম্বুলেন্স চালকরা টিজ করেছে। এর প্রতিবাদে পরশু রাতে মমেক হাসপাতাল ক্যাম্পাস থেকে আমরা আ্যাম্বুলেন্সগুলো বাইরে নিতে বলি। কিন্ত মঙ্গলবার সকালে সেগুলো আবার হাসপাতাল ক্যাম্পাসে নিয়ে আসে। পরে চাবি নিয়ে আমরা তার প্রতিবাদ করেছি। চাঁদা দাবির কথা সঠিক নয়।