ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত এই ৭জনের মধ্যে মধ্যে ৩ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্নট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান বলেন, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান (৫০), আব্দুল কাদের (৬০) ও মোফাজ্জল হোসেন (৬২)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে সন্দেহজনক যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহের ফুলবাড়িয়ার আবুল কাশেম (৭৫), নেত্রকোনার হেনা পাল (৫৭), গাজীপুরের শ্রীপুরের লিয়াকত আলী (৩০), টাঙ্গাইলের কালিহাতির আনোয়ারা (৭০)

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, এই মুহুর্তে করোনা ইউনিটের সাধারণ বেডে রোগী ভর্তি আছেন ৩৪১জন এবং আইসিইউতে আছেণ ১৯জন।

Share this post

scroll to top