র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের ইসমাইল মোল্লার বাড়ির পাশে “আবুল মিয়ার ভাইয়ের নির্মাণাধীণ বিল্ডিং এর নিচ তলায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করে।
এসময় ০১ সেট প্লেইং কার্ড (তাস) ও জুয়ার নগদ ১৬,৭০০/- (ষোল হাজার সাতশত) টাকা এবং ০৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (০৪ জুলাই) বিকেলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তারা হলেন মোঃ তৈয়ব (২৫), মোঃ বেলায়েত (২৫), মোঃ আকবর খাঁন (৩৮), মোঃ রাসেল (২৫), মোঃ জুয়েল (২৬), মোঃ শামীম প্রকাশ রাশেদ (২৪),
এ ব্যাপারে র্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব ৬ জুয়াড়ীকে আটক করে।
পরে এ ঘটনায় র্যাব বাদী হয়ে প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।