ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ১১জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত এই ১১জনের মধ্যে মধ্যে ছয় জন করোনা আক্রান্ত হয়ে এবং ৫ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্নট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান বলেন, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ সাদেক (৩৫) ও এলাচি বেগম (৭০), ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২) ও বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫) এবং টাঙ্গাইলের শফিপুরের শামসুল হক (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে সন্দেহজনক যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালের রাশিদা (৬০), গাজীপুরের শ্রীপুরের হেলাল(৪০) ও সমুতি পাল (৩৫) এবং জামালপুর সদরের আব্দুর রসিদ (৬৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, এই মুহুর্তে করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৭২জন।

Share this post

scroll to top