কিশোরগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ১০ বছরের এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ লোহাজুড়ি এলাকায় একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবারের। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহত সাদিয়া আক্তার টুনি কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের চুন্নু মিয়ার মেয়ে। লোহাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।

মেয়েটির পরিবার জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে বাবার সঙ্গে যায় সাদিয়া। কিছু সময় পর সে নিজেই বাড়ি যেতে রওয়ানা দেয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শ্বাসরোধ করে শিশুটিতে হত্যা করা হতে পারে। তবে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি-না সেটি জানা যাবে ময়নাতদন্তের পর।

এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

Share this post

scroll to top