কিশোরগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় বন্দি মো. আবু সাঈদ (২৫) নামের এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাটের মারুপড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, গত ৩০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জেলার ভৈরব থানায় আবু সাঈদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পরে বৃহস্পতিবার (১ জুলাই) বুকে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতেই তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

এরপর শুক্রবার (২ জুলাই) ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে সাঈদকে আবার কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, হাজতির মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার পরিবারকেও খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

Share this post

scroll to top