শিক্ষকদের পদোন্নতি দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাসমাশিস ময়মনসিংহ অঞ্চল

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ হাজার ৪৫২ জন সহকারী শিক্ষককে ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপন জারির পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)’ ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।

নাছিমা আক্তার বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরকারি মাধ্যমিক বিদ‍্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক (৯ম গ্রেড, ১ম শ্রেণি নন-ক্যাডার) পদে পদোন্নতি দিয়ে সরকারি মাধ্যমিকে একটি ইতিহাস রচনা করেছেন। হাজার হাজার শিক্ষককের মনের আশা পূরণে প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ পদক্ষেপ শিক্ষকদের মাঝে আনন্দ বয়ে এনেছে। শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো আজ ৷

তিনি মনে করেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা সমূহের অবসানে এটি প্রথম পদক্ষেপ ৷

এদিকে বুধবার (৩০ জুন) রাতে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এছাড়া তিনি শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং যারা যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান ৷

Share this post

scroll to top