ময়মনসিংহে করোনার থাবা থামছেই না। গত ২৪ ঘন্টায় আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১২৯ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ৮৬ জন ও আরটিপিসিআর টেস্টে ৪৩ জন রয়েছেন।
এদিকে গত মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ জেলার করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানাযায়, ময়মনসিংহ সদরেই ৬৬জন, ঈশ্বরগঞ্জে ৪জন, গৌরীপুরে ১৭জন, ফুলপুরে ৫জন, তারাকান্দায় ২জন, ফুলবাড়িয়ায় ৩জন, ত্রিশালে ৯জন, ভালুকায় ১৫জন ও গফরগাঁওয়ে ৮জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮০৩৫জন ও মারা গেছেন ৮৩ জন।