মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পুরস্কার

মাইক্রোসফটের ভুল ধরিয়ে দিয়ে ২৫ লাখ টাকা পেলেন ভারতের অদিতি সিং। মাস দুয়েক আগে ফেসবুকের একটি ভুল ধরিয়ে দিয়ে এমনই মোটা অঙ্কের পুরস্কার পেয়েছিলেন অদিতি। এবার মাইক্রোসফট এর Azure cloud system এর বেশকিছু ভুল ধরিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে ৩০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকার বেশি পুরস্কার পেলেন অদিতি সিং।

অদিতি সিং একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এটাকে পেশায় পরিণত করেছেন তিনি। তিনি প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপরই একের পর এক হ্যাক করার বিষয়ে ক্রমশ পন্ডিত হয়ে ওঠেন।

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে তিনি ৪০ টি কোম্পানির ভুল খুঁজে তাদের জানিয়েছিলেন। ৪০ টি কোম্পানির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, মাইক্রোসফট, মজিলা, পেটিএম সহ আরও অনেকে।
সূত্র: ইন্ডিয়া ট্যুডে, জি নিউজ।

Share this post

scroll to top