শুদ্ধাচার পুরস্কার পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সোমবার (২৮ জুন) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্বীয় কর্মক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরুপ শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ওই সম্মানসূচক ক্রেস্ট ও সনদ প্রদান করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

এ উপলক্ষে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আবদুল আলীম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) এসএএম রফিকুন্নবীসহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কর্ম দক্ষতা, সততা ও নিষ্ঠা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ এনামুল হককে শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ প্রদান করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদ এনামুল হক জেলা প্রশাসক হিসেবে এ জেলায় বিগত ২০২১ সালের ৭ ই মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা প্রশাসনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা রাখছেন। এছাড়া তিনি সকলের সাথে সদাচরণ, বিভিন্ন কাজের স্বচ্ছতা ও প্রশাসন আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করেছেন।

Share this post

scroll to top