ঢাকাMonday , 28 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরের ভোগাই নদীর পাহাড়ী ঢলে যুবক নিখোঁজ

Link Copied!

শেরপুরে ভারত থেকে নেমে আসা ভোগাই নদীতে পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক বুরহান উদ্দিন (২১) ওই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১টা) তার সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, ঢলের পানিতে তলিয়ে বোরহানের মৃত্যু হয়েছে।

স্থানীয় রামচন্দ্রকুড়া মন্ডালিয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ঘটনাটি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম সাংবাদিকদের জানান, রবিবার ভোরে পাহাড়ি নদী ভোগাইয়ে পাহাড়ি ঢল নামে। ঢলের সাথে ভেসে আসে পাহাড়ি গাছের গুড়ি ও লাকড়ি। সকাল থেকে ভোগাই নদীর তীর সংলগ্ন কালাকুমা ও পানিহাতাসহ বিভিন্ন স্থানে ঢলের সাথে ভেসে আসা গাছ এবং লাকড়ি ধরছিলেন স্থানীয়রা। বোরহানও সকালে ঢলের পানিতে ভেসে আসা একটি গাছ ধরতে নদীতে নামে। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, ঢলের পানিতে তলিয়ে বোরহান মারা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।