‘লকডাউন’ তামাশা

করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারের ঘোষিত ফের লকডাউন ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, সরকার সাত দিনের জন্য পুনরায় লকডাউন ঘোষণা করেছে- যা এখন তামাশায় পরিণত হয়েছে।

ফখরুল বলেন, সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিতা না থাকার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। যারা দিন আনে দিন খায়, বিভিন্ন খাতের শ্রমিকদের খাদ্য ও নগদ টাকার ব্যবস্থা না করে লকডাউন কখনোই কার্যকর হতে পারে না। আসলে করোনা মোকাবিলায় সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।

শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু উপস্থিত ছিলেন।

লকডাউন কেন তামাশায় পরিণত হচ্ছে- প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, কেন তামাশা নয়। এর আগে লকডাউনের নামে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সেই ছুটিতে দেখা গেল শ্রমিকরা একবার বাড়ি গেল, আবার তারা ফিরে এলো। শনিবার আবার লকডাউনের ঘোষণা দেওয়া হলো। একটা লকডাউন তো চলছে এখন। বাইরের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ। যার ফলে কী হচ্ছে? মানুষে হেঁটে রওনা দিয়েছেন ঢাকার দিকে। একদল লোক যাচ্ছে ছুটি সাত দিন মনে করে। আবার আরেক দল ঢাকায় ফিরছে। এই যে অবস্থাগুলো আপনি আগে চিন্তা করবেন না কী হতে পারে? নানা নামে লকডাউন ব্যবহার করে তামাশা করছে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে জানিয়ে তিনি বলেন, প্রত্যেকদিন উনার (খালেদা জিয়া) চেকআপ হয়। রাতে উনার ব্যক্তিগত চিকিৎসকরা চেক আপ করেন। সপ্তাহে একদিন করে এখন গোটা টিম তাকে দেখবেন। তাকে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ আছে। এই বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাব।

Share this post

scroll to top