সাপ কামড়ে দেওয়ার পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার আগেই শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় বিষাক্ত সাপের কামড়ে নিরব (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিরব তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের মো. রাসেলের ছেলে। নিরব জাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির বাবা রাসেল জানান, শনিবার বাড়ির বাইরের গোসলখানায় নিরব গোসল করে প্যান্ট মেঝেতে ফেলে রেখে এসেছিল। পরে দুপুরে সেখান থেকে ভেজা প্যান্টটি উঠাতে গেলে ডান হাতে সাপে কামড় দেয়। পরে হোমনা উপজেলার কাশিপুর গ্রামে ওঝার ঝাড়ফুঁক এবং মাথাভাঙা গ্রামে দরবেশ আলীর বাড়িতে পান পড়া খাওয়ানো হয়। অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. ইব্রাহিম খলিল রনি বলেন, তাকে ইসিজিসহ নানাভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Share this post

scroll to top