নওগাঁর আত্রাইয়ে দলিল লেখক দাখিল মাদরাসা কেন্দ্রে দুই ভুয়া এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো পার্শ্ববর্তী বাগমারা উপজেলার ক্ষুদ্র ঝিনা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মাসুদ রানা (১৮) ও একই উপজেলার বড় বিহানলী গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে মো. ফাইসাল আহম্মেদ (১৯)।
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলামের অনুসন্ধানে কেন্দ্রীয় দলিল লেখক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাইল ইসলাম জানান, উপজেলার বড়াইকুড়ি দাখিল মাদরাসার এসএসসি পরীক্ষার্থী হামিদুলের পরিবর্তে তার বন্ধু মাসুদ রানা ও একই মাদরাসার আব্দুর রউফের পরিবর্তে ফাইসাল আহম্মেদ এসএসসি পরীক্ষা দিচ্ছিল। এমন গোপন সংবাদেরভিত্তিতে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, আটককৃত মাসুদ রানা ও ফাইসালের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।