ময়মনসিংহ মেডিকেলে যেকোনো মুহূর্তে অক্সিজেন সঙ্কট দেখা দিতে পারে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। অপরদিকে, হাসপাতালে এখন অক্সিজেন সঙ্কট না থাকলেও যেকোনো মুহূর্তে সঙ্কট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। এছাড়া, রোগীর চাপ বেশি হওয়ায় জনবল সঙ্কটে পড়েছে করোনা ইউনিট। করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম ময়মনসিংহ লাইভকে বলেন, ‘এখন যে হারে রোগী ভর্তি হচ্ছে এই পরিমাণের চেয়ে রোগী ভর্তির পরিমাণ বেড়ে গেলে যেকোনো সময় অক্সিজেন সঙ্কট দেখা দিতে পারে।’

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ বেডের সংখ্যা ১৩টি। বর্তমানে সেগুলোর একটিও খালি নেই। আর ১৯৭টি সাধারণ বেডের মধ্যে খালি আছে মাত্র ১৫টি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, গত ২৪ ঘন্টায় আইসিইউতে দুই জন ও একজন সাধারণ বেডে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯৫ জন। ১৩টি আইসিইউতে ভর্তি রয়েছেন ১৩ জন।

হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন জাকিউল ইসলাম জানান, ‘বর্তমানে অক্সিজেন সঙ্কট নেই। তবে দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় করোনা ইউনিটে জনবল সঙ্কট দেখা দিয়েছে। চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে, আমরা সাধ্য অনুযায়ী চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Share this post

scroll to top