ঢাকাTuesday , 22 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অস্ত্র-গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

Link Copied!

ময়মনসিংহে অস্ত্রধারী চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে র‌্যাব-১৪ এ অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. হান্নানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার শম্ভুগঞ্জ এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান ওরফে মুরগি মিজান (৪০), আব্দুল সাত্তার মণ্ডলের ছেলে মো. সবুজ মণ্ডল (৩৪), আব্দুর রহিম বক্সের ছেলে মো. শামিম (২১) ও মো. মোতালেব মিয়ার ছেলে মো. হানিফ (১৯)।

jagonews24

এর আগে সোমবার (২১ জুন) সকাল পৌনে ৮টার দিকে শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল, একটি পাসপোর্ট, একটি চেকবই, দুই লাখ ৭৬ টাকা, একটি পাইপগান, একটি রিভলবারসদৃশ নকল পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড শর্টগানের গুলি, দুটি মোবাইল, দুটি রামদা, একটি চাপাতি, চারটি চাকু, একটি কুড়াল, একটি করাত, দুটি দা, একটি হাতুড়ি, স্টিলের রডসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করে যে, তারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়া তারা জেলার বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত হয়ে ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড করে আসছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।