ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে লাগা আগুনে সাতটি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২১ জুন) রাত ১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন বলেন, রাত ১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে আগুন লাগার খবর স্থানীয়রা ফোন করে জানালে সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
তিনি বলেন, কালিগঞ্জ বাজারের সেমিপাকা রাদিয়া মার্কেটের একটি ফার্মেসি, দুটি মাইক সার্ভিসিংয়ের দোকান, একটি চালের দোকানসহ সাতটি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ওই মার্কেটের অন্যান্য দোকান থেকে প্রায় ৫০ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কি কারণে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।