নারায়ণগঞ্জের ফতুল্লায় আনোয়ার হোসেন নামে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৪ জন অংশ নেয়। ছুরিকাঘাতে চালক রাস্তায় পড়ে গেলে ইজিবাইক নিয়ে যায় ওই ৪ জন।
হত্যাকারীদের মধ্যে নিশান সরকার নামে একজন পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালত ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেছেন। জবানবন্দি দেয়া নিশান সরকার (২৭) ফতুল্লার পাগলা এলাকার সাইফুল ইসলামের ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দোষ স্বীকার করে জবানবন্দি দেয়ার পর নিশানকে আদালত থেকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর হোসেন জানান, আনোয়ার হোসেনকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই অংশগ্রহণ করেন ৪ জন। এদের মধ্যে একজনকে গ্রেফতার করেছি। সে আদালতে জবানবন্দি দিয়ে বলেছে- তারা ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে পিলকুনি মোল্লাবাড়ির সামনে যায়।
সেখানে চালক আনোয়ার হোসেনের কাছ থেকে ইজিবাইকের চাবি চায়। এতে আনোয়ার হোসেন চাবি দিতে অস্বীকৃতি জানালে তাদের ৪ জনের মধ্যে একজন আনোয়ার হোসেনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত শুরু করে। এক পর্যায়ে আনোয়ার হোসেন সড়কে পড়ে যায়। তখন তারা ইজিবাইক নিয়ে ফতুল্লার পেয়ারাবাগানের দিকে চলে যায় এবং নিশানকে পেয়ারাবাগন এলাকায় নামিয়ে দেয়।
উল্লেখ্য, নিহত আনোয়ার হোসেন (৩৯) আশ্রাবপুর গ্রামের কচুয়া থানার চাঁদপুর জেলার আবুল হাশেম মজুমদারের ছেলে। তারা সে এবং স্ত্রী রেহেনা আক্তার ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকায় মঞ্জুর মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
১৭ জুন ফতুল্লার পিলকুনি মোল্লাবাড়ির সামনের সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে তার ইজিবাইক ছিনিয়ে নেয়। এ ঘটনায় রেহেনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পর থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের দিক নির্দেশনায় তদন্ত করে একজনকে গ্রেফতার করে রহস্য উদঘাটন করতে পেরেছি। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নাম পরিচয়ও পেয়েছি। দ্রুত তাদেরকেও গ্রেফতার করা হবে।