কমলনগরের তিন ইউপিতেই আ’লীগ প্রার্থী জয়ী

লক্ষীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তারা হচ্ছেন-চরফলকন ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন বাঘা, হাজিরহাট ইউনিয়নের মো. নিজাম উদ্দিন ও তোরাবগঞ্জ ইউনিয়নের মীর্জা আশ্রাফুল জামান রাসেল।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, চরফলকন ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন বাঘা ৭ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সাজ্জাদুর রহমান ১ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।

তোরাবগঞ্জ ইউপিতে নৌকা প্রতীকের মীর্জা আশ্রাফুল জামান রাসেল ৮ হাজার ১১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ফয়সল আহমেদ রতন পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট।

Share this post

scroll to top