পাপুল আসন লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচন ও রামগতি-কমলনগরে ৬টি ইউনিয়নের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সোমবার (২১জুন) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন। ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে কমলনগরের তোরাবগঞ্জ, হাজির হাট ও ফলকন ইউনিয়নে প্রভাব বিস্তার করে নৌকার সমর্থকরা প্রকাশ্যে ভোট দিয়েছে বলে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ। এ ছাড়া প্রার্থীদের এজেন্টদের বের করা, প্রকাশ্যে সীল, জাল ভোটসহ নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে। সকালে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার পর প্রায় ১ ঘন্টা শান্তিপূর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটের অনিয়ম বাড়তে থাকে। নৌকার প্রার্থীদের প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলসহ নানান বিষয়ে চোখে পড়ে।
সংসদীয় আসনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন লড়ছেন।
এ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রে ৪ লাক ২ হাজার ৯৬৩ ভোটার রয়েছে। ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়। অপরদিকে রামগতি ও কমলনগরের ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, নারী সদস্য পদে ৮৩জন ও সদস্য পদে ২৫১জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এসব ইউনিয়নে মোট ১ লাখ ২৩ হাজার ২শ’৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ভোট গণণা ভোটে ল²ীপুর-২ উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন ও ইউপি নিবার্চন গুলোতে নৌকার প্রার্থীরা এগিয়ে রয়েছে।