ব্রাজিলে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়াল

মহামারি করোনায় (কোভিড-১৯) মৃত্যুতে দ্বিতীয় স্থানে অবস্থান করা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৮৬৮ জন।

এ ভাইরাসে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন।

গতকাল শনিবার ব্রাজিলে করোনায় মারা গেছেন ২ হাজার ২৪৭ জন। আর এদিন আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৭৪ জন।

বিবিসির খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভ্যাকসিন কার্যক্রম ধীরগতিতে চলতে থাকলে শীতের শুরুতে আক্রান্ত ও মৃত্যুতে আরও ভয়াবহ আকার রূপ ধারণ করবে।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি খুবই জটিল। এখন পর্যন্ত দেশটির মাত্র ১৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। ধীরগতি টিকা কার্যক্রমের পেছনে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর উদাসীনতাকেই দায়ী করছেন অনেকে। শুরু থেকেই করোনা সম্পর্ক একের পর এক নেতিবাচক মন্তব্য করে আসছেন তিনি। এমনকি মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মানতেও নারাজ তিনি। বিধিনিষেধ অমান্য করায় দুই দফা জরিমানা করা হয় তাকে।

Share this post

scroll to top