ময়মনসিংহে নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে আরও ৫৩ জন। বিভাগের মোট ৪৩৮টি নমুনা পরীক্ষায় ৫৩ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল নয়টা পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৩১০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও জামালপুরে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৪, নেত্রকোনায় ৩৭ জনের মধ্যে ৩, শেরপুরে ৩ জনের মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে কারও মৃত্যু হয়নি।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহ আলম বলেন, করোনায় আক্রান্তদের আইসোলেশনে রাখা ও চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে সকল মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সেদিকেও জোর দেওয়া হচ্ছে।

Share this post

scroll to top