বর্ষা বরণ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছে নেত্রকোনা জেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ জুন) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনায় ভার্চুয়াল মাধ্যমে জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এতে অংশ নেয়।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটারে রবীন্দ্রনাথের বর্ষার গান দিয়ে শুরু হয়। একে একে আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ। গান আবৃত্তির ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও জীবন নিয়ে আলোচনা করা হয়।