ফেনী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেলের নিরঙ্কুশ বিজয়ে বিজয়ীদের অভিনন্দন জনিয়েছেন সুপ্রিম কোট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শনিবার সংবাদত্রে দেয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। ব্যারিস্টার খোকনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ বিবৃতিটি প্রেরণ করেন। বিবৃতিতে ব্যারিস্টার খোকনের নির্বাচিত নেতারা যেন আইনজীবীদের কল্যাণে কাজ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফেনী আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ ১০ পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ জয়ী হয়েছে। অন্য দিকে সভাপতিসহ ৫টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হয়েছে। কার্যকরী সদস্যের ছয়টি পদের মধ্য পাঁচটিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী জয়ী হন।
গত ২১ জানুয়ারি শনিবার নির্বাচনে ২৩৭ ভোটারের মধ্যে ২৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।