ফিনান্সিয়াল টাইমস, সিএনএন, গার্ডিয়ান এবং ব্লুমবার্গ নিউজসহ অনেক ওয়েবসাইট মঙ্গলবার হঠাৎ বন্ধ হয়ে যায়।
এভাবে বিশ্বের বড় গণমাধ্যমগুলোর ওয়েবসাইট কেন ক্রাশ করলো তার কোনো কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি।
দীর্ঘক্ষণ পর সাইটগুলো অনলাইনে ফিরেছে। খবর আল জাজিরার।
এদিকে কাতারভিত্তিক আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
জানা গেছে, প্রথমে ফ্রান্সের লে মনডে সংবাদপত্র স্থানীয় সময় প্রায় ১০:০০ জিএমটিতে ত্রুটিবার্তা দেখাতে শুরু করে।
অ্যামাজনের ছোট সাইটগুলোর বিভ্রাটের সম্মুখীন হয়েছে বলে মনে হচ্ছে। তবে অ্যামাজন তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।
ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্র জানিয়েছে, তাদের ওয়েবসাইট এবং অ্যাপ প্রভাবিত হয়েছে। আরও বেশকিছু ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি এবং দ্য নিউ ইয়র্ক টাইমস সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে ফিরে আসে।
সান ফ্রান্সিসকোভিত্তিক একটি ক্লাউড সার্ভিস কোম্পানি সমস্যার কথা স্বীকার করেছে। বিষযটি তারা খতিয়ে দেখছে।