দিনাজপুরের হিলিতে বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহসিনা (১২) ও মোব্বাসেরা (৯) নামের দুই সহদোর বোনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত মহসিনা ও মোব্বাসেরা হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লোহা চড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।
আদরের দুই শিশু মেয়েকে হারিয়ে শোকে বিভোর নিহতের মা-বাবাসহ প্রতিবেশী সবাই।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মুসলধারে ঝড় বৃষ্টি হচ্ছিল। এ সময় মহসিনা (১২) ও তার ছোট বোন মোব্বাসেরা (৯) দু’জনে মিলে বাড়ির বাইরে বৃষ্টির পানিতে আম কুড়াতে বেড় হয়। এ সময় তীব্র বজ্রপাতে দু’জনেরই মৃত্যু হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।