রাজশাহী নগরীর চক কাপাশিয়া এলাকায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে ঘটনাস্থলে দুইজন ও আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর দুইজনের মৃত্যু হয় বলে মহানগর পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
মৃতরা হলেন- মুক্তা (৩৫), আলেয়া (৬৫), সোহান (৮) ও পরশ (৮)। তারা একই এলাকার বাসিন্দা ছিলেন।