অবসরে যাচ্ছে স্বর্ণপদকজয়ী ইঁদুর

কম্বোডিয়ায় স্থলমাইন শনাক্ত করে স্বর্ণপদক জেতা ইঁদুর ‘মাগাওয়া’ অবসরে যাচ্ছে। আফ্রিকান এই ইঁদুর পাঁচ বছরে ৭১টি স্থলমাইন ও কয়েক ডজন অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। বিবিসি।

বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে মাগাওয়া। সে অবসরে গেলে মাইন শনাক্তের কাজে তার বদলে যুক্ত হচ্ছে কম বয়সী ইঁদুর।

মাগাওয়াকে দেখভালকারী মালেন বলেন, বৃহদাকার আফ্রিকার ইঁদুরটি এখন ধীরগতির হয়ে পড়েছে। সে এখন বয়স্ক হয়েছে। তার চাওয়া-পাওয়াকে এখন সম্মান জানানো প্রয়োজন। আফ্রিকার তাঞ্জিনিয়া থেকে কম্বোডিয়ায় নিয়ে আসা হয় মাগাওয়াকে।

Share this post

scroll to top