মোবাইল গেম খেলতে না দেওয়ায় সিরাজগঞ্জের বেলকুচিতে মুরছালিন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে একই ঘটনায় সিরাজগঞ্জে ২ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটলো।
শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র চন্দনগাঁতী গ্রামের শাহ আলমের ছেলে। সে সরকারি সোহাগপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
এর আগে, একই কারণে উল্লাপাড়ায় মো. রাফি (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়, বিকেলে শাহ আলমের বড় ছেলে মুরছালিনকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, তিন দিন আগে তার মা মোবাইলে গেম খেলা নিষেধ করে ও মোবাইল কেড়ে নেয়। এরপর থেকে মুরছালিন ভাত খাওয়া বন্ধ করে দেয়। পরে মার সঙ্গে মনমালিন্য হয়। এরপর শুক্রবার এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ৭১ টিভির বেলকুচি উপজেলা সংবাদদাতা উজ্জ্বল অধিকারী ও জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার বেলকুচি উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাবু ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যান। সাংবাদিকরা তাদের নিউজ সংগ্রহের জন্য ভিডিও ও ছবি তোলার চেষ্টা করলে নিহতের চাচাসহ অন্যরা হামলা চালায় এবং মোবাইল মাটিতে ফেলে দেয়। ভিডিও করতে গেলে বিভিন্নভাবে হুমকি ধামকিসহ অশালীন কথা বার্তা বলেন।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমদ বাংলানিউজকে জানান, চন্দনগাঁতী গ্রামে মুরছালিন নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল করে। তবে এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি তাই পরিবারের কাছেই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংগ্রহের সময় হামলার ঘটনা দুঃখজনক বলেও জানান তিনি।