৩৫ মণের বেশি ধান মজুদ করতে হলে লাইসেন্স লাগবে এমনকি কেউ যদি ধান মজুদের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহ সিএসডি গুদামের নব-নির্মিত ভবন উদ্বোধন কালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একথা বলেন।
শুক্রবার দুপুরে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সকল খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট অফিসগুলো ডিজিটাইলেশন করার জন্য ২৯৪ কোটি বরাদ্দ হয়ে কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।