নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে সিআইডি’র তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।
শাহানুর বেগম ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলের পাশেই ঐতিহ্যবাহী মাদারের গান চলছিল। শাহানুর বেগম দুই সন্তানকে নিয়ে তার শাশুড়িসহ পরিবারের সবাই গানের অনুষ্ঠানে যান। এক বছরের শিশু সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন শাহানুর। ওই সময় কে বা কারা এসে তার গলা কেটে হত্যা করে। তবে নিহতের স্বামী কাজের সন্ধানে এলাকার বাইরে ছিলেন বলে জানান পরিবারের অন্যান্য সদস্যরা।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন তালাশ।