ময়মনসিংহে ৩ ঘন্টার বৃষ্টিপাতে জলাবদ্ধ শহর

Mymensingh Rainময়মনসিংহে তিন ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অ্যাসিস্ট্যান্ট মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, ঢাকায় ৮৫ মিলিমিটার, নেত্রকোণায় ৩৬, টাঙ্গাইলে ৩৩, সীতাকুণ্ডতে ২৪, ফরিদপুর ও চট্টগ্রামে ২১ মিলিমিটার, সিলেটে ১৭, ভোলায় ১৬, নিকলীতে ১৩, মাইজদীতে ছয়, শ্রীমঙ্গলে দুই এবং কক্সবাজার, কুতুবদিয়া ও কুমারখালীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘বর্ষা মৌসুম শুরুর আগে এ রকম বৃষ্টি হয়। আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করবে। ১৫ জুনের দিকে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। বর্ষা মৌসুমে টানা বৃষ্টি হয়। মৌসুম শুরুর আগে থেমে থেমে বৃষ্টি হয় এবং পরিমাণ অনেক বেশি থাকে। আগামীকাল এবং পরশু থেমে থেমে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

ময়মনসিংহ শহরের বিভিন্ন রোডে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেক বাসা-বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঘরের ভেতরেও রাস্তার বর্জ্যে দূষিত হাটু পানি জমে। সকালে শহরে নতুন বাজার, চরপাড়া, গাঙ্গিনারপাড়, আলিয়ামাদ্রাসা এলাকা, আকুয়া এলাকা, কাঁচিঝুঁলি এলাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অফিসগামী মানুষ বিপাকে পড়েন। যেকারণে বাড়তি ভাড়া দিয়ে রিকশা ও অটো রিকশা দিয়ে অনেককে অফিসের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

Share this post

scroll to top