কিশোরগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ১

kishoreganj RABকিশোরগঞ্জের নিকলীতে পিস্তল, দেশীয় পাইপগান ও গুলিসহ নাজির হোসেন সোহেল ওরফে মুরগি সোহেল র‌্যাবের হাতে আটক হয়েছেন। রববার দিবাগত রাত দুই’টার দিকে উপজেলার খালিশার হাটি এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব- ১৪।

তিনি নিকলী উপজেলা সদরের খালিশা হাটি গ্রামের মো. নরুল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক কোম্পানি কমান্ডার লে. এম শোভন খান সোমবার দুপুরে র‌্যাব-১৪ ক্যাম্পে এক প্রেস বিফ্রিংয়ে বলেন, উপজেলার সোয়াইজানি নদীর জলমহাল দখলকে কেন্দ্র করে নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল গত ১১ মে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আগ্নেয়া¯্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

ঘটনার সময় মুরগি সোহেল তার আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে চার শিশুসহ মোট ১০ জন আহত হয়।

এ ঘটনায় ১২ মে থানায় মামলা দায়ের হয়।

পরে মুরগি সোহেল বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে তার বাড়ির পেছনে মাটিতে পুতে রাখা দুটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ, চারটি রামদা এবং একটি চাপাতি উদ্ধার করে।

তার বিরুদ্ধে নিকলী থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share this post

scroll to top