কলমাকান্দায় চারটি ভারতীয় মহিষ আটক

kalmakanda-picনেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ছয় লাখ টাকা মূল্যমানের চারটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

জানা যায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৬৯/১২-এস হতে আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি এলাকা থেকে চারটি ভারতীয় মহিষ আটক করা হয়। তবে সময় কোন চোরাকারবারীকে আটক সম্বব হয়নি।

আটককৃত মহিষগুলোর সিজার মূল্য ছয় লাখ টাকা। আর এগুলোকে নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Share this post

scroll to top