‘ক্যারিয়ার সেরা’ ফিটনেস লেভেলে ময়মনসিংহের গর্বিত সন্তান মাহমুদউল্লাহ!

Riyadবর্তমান বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সমালোচকরা প্রায়ই তার ফিটনেস নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন। তবে ময়মনসিংহের এই অভিজ্ঞ ক্রিকেটার বলছেন, ক্যারিয়ার সেরা ফিটনেস লেভেলে আছেন তিনি।

আজ (২৭ মে) এক ভিডিও বার্তায় রিয়াদ বলেন, ‘আলহামদুলিল্লাহ! মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আছি। এটা নিয়ে গত দুই তিন বছর ধরে কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি। এজন্য রানিং, জিম করতে হয়। ব্যালেন্সিং কাজ আমার অনেক বেশি দরকার হয়। চেষ্টা করি যেন ফিটনেসটা ভালো থাকে।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবুও রিয়াদ মনে করেন, এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা, ‘উইকেট ভালো হচ্ছে। আমার মনে হয় ব্যাটিংটা আরও ভালো হওয়া উচিত। আমাদের সেরা আউটপুট এখনও দিতে পারিনি। আশাকরি, কালকের ম্যাচে সেটা হয়ে যাবে।’

প্রথম ওয়ানডেতে ৫৪ রানের পর সিরিজ জয়ের ম্যাচে ৪১ রান করেছেন রিয়াদ। সেই সাথে মুশফিকুর রহিমের সাথে জুটি ধরে দলের বিপদ সামাল দিয়েছেন। তবে এখনই তৃপ্তির ঢেঁকুর তুলতে চান না। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক জানালেন, ধারাবাহিকতা বজায় রাখবেন শেষ ওয়ানডেতেও।

রিয়াদ বলেন, ‘আমি ধারাবাহিক থাকার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ভালো অনুভব করছি। সবসময় অনুভব করি যে, সঠিক সময়ে দলের জন্য অবদান রাখা গুরুত্বপূর্ণ, যেহেতু আমি ছয় নম্বরে ব্যাটিং করছি। ঠিক সময়ে যদি অবদান রাখতে পারি, সেটা আমার এবং দলের জন্য ভালো। কালকে আরেকটা সুযোগ, ইনশাআল্লাহ ভালো খেলার চেষ্টা করব।’

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আগামীকাল শুক্রবার (২৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তামিম ইকবালের দল।

Share this post

scroll to top