নেত্রকোনার কেন্দুয়ায় ও মদন পৃথক দুই উপজেলায় গাছে ঝুলন্ত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউপির কৃষ্ণরামপুর গ্রামের মাদব চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস। তিনি পেশায় অটো চালক ছিলেন।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল অটো চালিয়ে এসে প্রতিদিনকার মতোই ঘুমাতে যান। পরে রোববার সকালে উঠে হাতে দড়ি নিয়ে বাড়ির সামনে আকাশি গাছের বাগানের দিকে যায়। স্থানীয়রা দেখেন হাতে দড়ি। কিন্তু কেউ কোনো ধরনের সন্দেহ করতে পারেনি। পরে অনেক ক্ষণ বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খুঁজতে থাকে।
এ সময় এলাকবাসী খোঁজ পেয়ে তাদের জানালে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকলেও যেহেতু সৎকার করা হবে সে জন্য মরদেহের ময়নাতদন্ত করতে হবে বলে জানান ওসি।
এদিকে মদন উপজেলার নায়েকপুর ইউপির নায়েকপুর পূর্বপাড়া গ্রামের হাজি বাড়ির আলী আজগরের ছেলে দিন মজুর মোবারক হোসেনের বাড়ির সামনে সড়কের ওই পাড়ে ধান ক্ষেতের ভেতর মেরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিলো। সকালে দিকে এক শিশু দেখে বাড়ির লোকজনকে ডাকাডাকি করলে তারা থানায় খবর দেয়।
এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলম সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে যাচ্ছি ঘটনাস্থলে।