মসজিদের নিরাপত্তা দাবি নেদারল্যান্ডসের মুসলমানদের

বর্ণবাদী ও সন্ত্রাসী হামলা থেকে ইসলামী সংগঠন ও মসজিদকে নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছে নেদারল্যান্ডসের মুসলমানেরা। রটারডামে গিলানি ফাউন্ডেশনের প্রধান ডাচ সরকারকে আক্রমণের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামভীতিমূলক আক্রমণের ব্যাপারে উদ্বেগ বেড়েছে। মুসলমানেরা শুধু রাজধানী আমস্টারডামে নয় বরং দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থার প্রসার চায়। বর্ণবাদী হামলার পাশাপাশি পিকেকে সদস্যদের আক্রমণ থেকেও নিরাপত্তা চায় তারা। রটারডামে গিলানি ফাউন্ডেশনের প্রধান আলী দেদে তাস আনাদোলু এজেন্সিকে জানান যে, নামাজের জন্য মসজিদে আগমনকারীরা এবং ধর্মীয় প্রশিক্ষণের জন্য আসা শিশুরা উদ্বিগ্ন।

তাস বলেন, ‘গত বছর আমাদের মসজিদে হামলার পর থেকে আমরা সব সময় উদ্বেগের মধ্যে আছি এবং যে কেউ যেকোনো মুহূর্তে মসজিদে কিছু ছুড়ে মারে কি না এই আশঙ্কায় থাকি।’ ডাচ সরকারকে আক্রমণের বিরুদ্ধে ‘কিছু ঘটা পর্যন্ত অপেক্ষা না করে’ যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

তুর্কি প্রবাসী অরহান কেলস বলেন, ‘গত বছর মসজিদে আক্রমণের জন্য ডাচ সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ না করাটা বর্ণবাদী দৃষ্টিভঙ্গি। সরকার নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেনি এবং এমনকি ভরসা জাগানো বিবৃতিও দেয়নি।’

কেলস বলেছেন : ‘ইহুদিদের ধর্মস্থানগুলো সারা দেশে সুরক্ষিত। আমরা কোনো ধর্মের বিরোধিতা করি না, তাদেরও সুরক্ষিত রাখতে হবে। কিন্তু মসজিদগুলো বেশি আক্রান্ত হচ্ছে এবং আমরা বুঝতে পারছি না কেন মসজিদগুলোকে সুরক্ষা দেয়া হচ্ছে না।’
ইউরোপিয়ান ইসলামফোবিয়া রিপোর্ট ২০১৭ অনুযায়ী, ইউরোপজুড়ে ইসলামভীতি ক্রমেই বাড়ছে। মুসলিমদের লক্ষ্য করে মৌখিক ও শারীরিক আক্রমণ এবং হত্যাচেষ্টার অপরাধ সংঘটিত হয়েছে জার্মানিতে ৯০৮টি, পোল্যান্ডে ৬৬৪টি, নেদারল্যান্ডসে ৩৬৪টি, অস্ট্রিয়ায় ২৫৬টি, ফ্রান্সে ১২১টি, ডেনমার্কে ৫৬টি এবং বেলজিয়ামে ৩৬টি। আঙ্কারাভিত্তিক সংস্থা ফাউন্ডেশন ফর পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোস্যাল রিসার্চ (এসটিটিএ) রিপোর্টটি প্রস্তুত করেছে।

সূত্র : আনাদোলু

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top