ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে দিকে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালকসহ দুজন নিহত হয়।
তিনি আরও জানান, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২জন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।