ভারতে বিধ্বংসী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত সাত দিনে ২৬ লাখের বেশি মানুষ দেশটিতে সংক্রমিত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮০০ জনের।
এই সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটিতে প্রতিদিনই ৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি সম্প্রতি দেশটিতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছে বলেও সংবাদে জানা গেছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার সকাল পর্যন্ত ভারতে ১ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৪৫ জন।
দেশটিতে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। সাত দিনের হিসাবে গত ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এর আগের সাত দিনে ২২ লাখ ৫ হাজার মানুষ মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়। করোনা শনাক্তের পর প্রথম ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি সাত দিনে করোনা শনাক্ত বেশি ছিল। তবে সব রেকর্ড ছাড়িয়েছে গত সাত দিনে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া