ভারতকে ১০ কোটি ডলারের জরুরি চিকিৎসা সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনায় বিপর্যস্ত ভারতকে ১০ কোটি ডলারের জরুরি চিকিৎসা সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে প্রথম চালান পাঠিয়ে দিয়েছে, যা বৃহস্পতিবার ভারতে পৌঁছার কথা। খবর এএফপির।

হোয়াইট হাউস জানিয়েছে, বন্ধুরাষ্ট্র ভারতের এই ঘোর বিপদে পাশে আছে যুক্তরাষ্ট্র। করোনা মোকাবেলায় দ্রুত পরীক্ষার কিট ও মাস্কসহ ১০ কোটি মার্কিন ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে সামরিক বিমানে করে ৯ লাখ ৬০ হাজার রেপিড টেস্ট কিট (যা দিয়ে ১৫ মিনিটে করোনা পরীক্ষা করা যায়) ও চিকিৎসকদের জন্য এক লাখ এন-৯৫ মাস্কসহ প্রথম চালান নিয়ে রওয়ানা হয়েছে, বৃহস্পতিবার এটি দিল্লি পৌঁছার কথা।

এর পরের চালানে পাঠানো হচ্ছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার এবং বাতাস থেকে অক্সিজেন তৈরির এক হাজার ৭০০টি যন্ত্র।

Share this post

scroll to top