চীনের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

করোনাভাইরাস মোকাবেলায় রাশিয়ার টিকা ‘স্পুটনিক ভি’ অনুমোদনের পর চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা ‘সিনোভ্যাক’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা রাশিয়া, চীনের ভ্যাকসিন অনুমোদন দিয়েছি। বাংলাদেশের কোনো কোম্পানি চাইলে রাশিয়া ও চীনের টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হবে। দেশের চাহিদা মিটিয়ে ডোজগুলো বিদেশেও রপ্তানি করা যাবে।
জাহিদ মালেক বলেন, টিকা সংকট নিরসনে চীন রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করি, টিকার কোনো সংকট থাকবে না। আগামী মাসে রাশিয়া ও চীন থেকে আমরা টিকা পাব।

Share this post

scroll to top