নিষিদ্ধ হলেন ভারতীয় বোলার

ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রায়াডুকে পাওয়া গেলেও, অলরাউন্ডার রায়াডুকে আপাতত পাওয়া যাচ্ছে না। তার সন্দেহজনক বোলিং অ্যাকশনের কথা আগেই জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। কিন্তু ১৪ দিনের মধ্যে টেস্ট রিপোর্ট জমা না দেয়ায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে রায়াডুর বোলিং নিষিদ্ধ করল আইসিসি।

১২ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বল করেছিলেন আম্বাতি রায়াডু। পরের দিন ৩৩ বছর বয়সী অফ স্পিনারের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে এক প্রেস বিবৃতিতে জানিয়ে দেয় আইসিসি। সেই সাথে বলা হয়, আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষায় পাস করলে আবার বোলিং করতে পারবেন আম্বাতি রায়াডু। কিন্তু ১৪ দিন পেরিয়ে গেলেও কোনো রিপোর্ট জমা দেননি রায়াডু।

আইসিসি-র ৪.২ নম্বর ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে আম্বাতি রায়াডু বোলিং করতে পারবেন না। যতদিন না তিনি বোলিংয়ে টেস্ট দিচ্ছেন, ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

তবে ঘরোয়া ক্রিকেটে তিনি বল করতে পারবেন। বিসিসিআই-এর ১১.৫ ধারা অনুযায়ী, বোর্ডের কাছে অনুমতি নিয়ে বোলিং করতে পারেন রায়াডু।

হার্দিকের উড়ন্ত ক্যাচ

নিষেধাজ্ঞা উঠতেই জাতীয় দলে ফিরলেন হার্দিক পান্ডেয়া। আর তারপরেই প্রথম একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরমেন্স করেলেন। ভাইরাল হলো তার উড়ন্ত ক্যাচ। নয় বলে শিকার করেছেন দুটি উইকেট।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ’কফি উইথ করণ’ এ নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপদ ডেকে এনেছিলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ডেয়অ এবং কেএল রাহুল। আপত্তিকর মন্তব্যের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড পান্ডেয়া ও রাহুলকে নিষেধাজ্ঞা জারি করলেও পরে তা তুলে নেয়।

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের মাঝেই দেশে ফিরিয়ে আনা হলেও পরে নিউজিল্যান্ডে পাঠিয়ে দেয়া হয় অলরাউন্ডার হার্দিক পান্ডেয়াকে।

আর সেখানে ফিরেই দুরন্ত ক্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে পাঠান। কিউইদের ইনিংসের ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে বাঁ দিকে উড়ে গিয়ে দুরন্ত ক্যাচ ধরলেন হার্দিক।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top