নিখোঁজের ১২ ঘন্টা পর ফেনী শহরের পাঠানবাড়ির পেছনের মাঠ থেকে আরাফাত নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরাফাত প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে এবং শহরের পুলিশ লাইন্স স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে শহরের পাঠানবাড়ি রোডের মমিন জাহান মসজিদ সংলগ্ন বাসার সামনে থেকে প্রবাসী জসিম উদ্দিনের ছেলে আরাফাত নিখোঁজ হয়। সে শহরের পুলিশ লাইন্স স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ও স্বজনরা রাতভর তাকে খুঁজে ফিরে। সকালে পাঠানবাড়ির পেছনে মাঠে তার একটি জুতা পড়ে থাকতে দেখে চাচাতো ভাই রিপন এগিয়ে যায়। সেখানে মাটিতে পুঁতে রাখা আরাফাতের পায়ের অংশ দেখে চিৎকার করে ওঠে। স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেয়।