ঢাকাSunday , 25 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে শিশু রাজা হত্যা : সাজাপ্রাপ্ত ২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

Link Copied!

High Court Watermarkময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ বছরের শিশু রাজাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দুই আসামি হাতেম আলী ও মুজিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুস সামাদ।

শিশু রাজাকে গলাটিপে হত্যার ঘটনায় ২০০৪ সালের ১২ মে মুক্তাগাছা থানায় মামলা হয়। এ মামলায় বিচার শেষে ২০১৯ সালের ১৫ মে রায় দেন ময়মনসিংহের আদালত। রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের পর কারাবন্দি দুই আসামি গত ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ৯ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান তারা। এ অবস্থায় তাদের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।