ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫৩টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন আক্রান্তরা শনাক্ত করা হয়।
নতুন করে আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ৩৩জন, নান্দাইলে ৩জন, গৌরীপুরে ১জন, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ১জন, ফুলবাড়িয়ায় ৫জন, ত্রিশালে ১জন, ভালুকায় ৫জন ও গফরগাঁওয়ে ২জন রয়েছেন।
উল্লেখ্য, ময়মনসিংহে এ পর্যন্ত মোট করেনাা শনাক্ত হয়েছে ৫৪৭৮জনের। মোট মারা গেছে ৬৭জন।