ক্ষমা চাইলেন প্রিন্স ফিলিপ

ক্ষমা চাইলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স ফিলিপ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের গাড়ির ধাক্কায় গত সপ্তাহে এক নারী আহত হয়েছিলেন। আর এ ঘটনায়ই তিনি ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন।

গত ১৭ জানুয়ারি নরফোকে প্রিন্স ফিলিপের ল্যান্ড রোভার গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দ্বিতীয় গাড়ির আরোহীদের মধ্যে ইমা ফেয়ারউইদার নামের একজনের কবজি ভেঙে যায় ও চালকের হাঁটুতে জখম হয়। এ সময় প্রিন্স ফিলিপের গাড়িটি উল্টে গেলেও তিনি আঘাত পাননি।

৯৭ বছর বয়সী প্রিন্স ফিলিপ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ বিষয়ে তিনি ইমা ফেয়ারউইদারকে ২১ জানুয়ারি একটি চিঠি লিখেন।
নীল কালিতে ফিলিপের সেই চিঠিতে বলা হয়, ‘এই দুর্ঘটনায় আমার ভাগের দায়ের জন্য আমি কতটা অনুতপ্ত তা আমি আপনাকে জানাতে চাই…যতদূর মনে করতে পারি আমি গাড়িটিকে আসতে দেখিনি এবং আমি এ ঘটনার জন্য খুবই অনুতপ্ত।’

ফিলিপ আরও বলেন, ‘এ দুর্ঘটনার পর আমি কেঁপে উঠি, কিন্তু যখন জানতে পারলাম কেউ গুরুতর আহত হয়নি, তখন কিছুটা স্বস্তি পেয়েছি। পরে আমি জানতে পারি আপনার হাত ভেঙে গেছে। আমি এ জন্য খুবই দুঃখিত।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top