১১ রানের বদলা সাথে সাথেই নিয়ে নিলেন সাদাব খান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডে’তে টস জিতে ফিল্ডিং করতে নেমেছে পাকিস্তান। আজ সরফরাজ আহমেদকে ছাড়াই মাঠে নামতে হয়েছে তাদের। বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে তিনি। আজ তাই দলের নেতৃত্ব শোয়েব মালিকের কাঁধে।

ইতোমধ্যে তিন উইকেটের পতন ঘটিয়েছে পাকিস্তান। সর্বশেষ অর্ধশত করা অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে সাজঘরে ফিরিয়েছেন সাদাব খান। ২৬তম ওভারে বল হাতে আসেন তিনি।

প্রথম বলটি নো হয়। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান স্ট্রাইকে থাকা ডু প্লেসিস। তৃতীয় বলে তিন রান নেন। চতুর্থ বলে এক। আর পঞ্চম বলে আবারো বাউন্ডারি। মোট ১১ রান!

এটা হজম করতে কষ্টই হয় সাদাবের। তাই পরের বলেই বদলাটা নিয়ে নেন তিনি। বলটি করতে কিছুটা সময় নেন। নতুন করে ফিল্ডিং সাজান। তারপর বলটি ছুঁড়েন। সেটি উড়িয়েই মারেন ডু প্লেসিস। যেটি মিডউইকেটে দাঁড়ানো মোহাম্মদ হাফিজের হাতেবন্দি হয়।

৫৭ রানে সাজঘরে ফিরেন ডু প্লেসিস। উল্লাসে মাতে পাকিস্তানি ফিল্ডাররা।

এখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেটে ১৩০ রান।

প্রথম উইকেট দুটি শিকার করেন শাহিন শাহ আফ্রিদি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top